পৃথক পৃথক পুলিশের অভিযানে মাদকসহ ১ জন এবং ৮ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটক

ব্রাহ্মণবাড়িয়া, 4 January 2025, 11 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় উপজেলার এলাকায় অভিযান পরিচালনা করে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ জন আসামীসহ সর্বমোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ ওয়াসিম বিল্লাহ, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারি ১৬.৫৫ ঘটিকা সময় আখাউড়া উপজেলার ১নং মনিয়ন্দ ইউপিস্থ, হরিপুর গ্রামের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দিলু মিয়া(৩৯), পিতা-আজগর আলী, টিলাবাড়ী, গাজীপুর, চুনারুঘাট, হবিগঞ্জ’কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অপর এক অভিযানে এসআই(নিরস্ত্র) আরিফুল ইসলাম, এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এসআই(নিরস্ত্র) আব্দুল আলীম, এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান, এএসআই(নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান, এএসআই(নিরস্ত্র) কাজী হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া দায়রা মামলা নং-৩৫৩/২৪, জিআর নং-২৪৭/২৩ এর ওয়ারন্টেভুক্ত আসামী মোঃ সাফায়তে হোসনে, পিতা-মৃত ওয়াহদে আলী, নুরপুর মধ্যপাড়া, আখাউড়া, জিআর-১৯৪/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী তৌহিদ মিয়া, পিতা-নুরুল মিয়া,হীরাপুর, আখাউড়া, বিশেষ ট্রাই: ১৭/৮, শিবপুর থানার মামলা নং-০৫(০১)০৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী শাহিন, পিতা-মো: রশিদ, টানপাড়া, আখাউড়া, বিমান বন্দর-৬৭(০৩)১০ এর ওয়ারেন্টভুক্ত আসামী বুরহান মিয়া প্রকাশ বোরহান, পিতা-সিদ্দিক মিয়া, দেবগ্রাম, আখাউড়া, দায়রা ২৭৮/১৯, জিআর-১১৯/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ পারভেজ মিয়া, পিতা-মতিউর রহমান প্রকাশ মতি মিয়া, খলাপাড়া, আখাউড়া, দায়রা-৩০৭/২৪, রুপগঞ্জ থানার মামলা নং-৬২(০৬)২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী মো: রিপন, পিতা-মৃত বাচ্চু মিয়া, নয়াদিল, আখাউড়া, দায়রা মামলা নং-৭০৮/১৮, জিআর নং-৮৭/১৩ ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মামুন মিয়া, পিতা-মৃত শামছুল হক, গঙ্গাসাগর দীঘিরপাড়, আখাউড়া, জিআর নং-১৯৩/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রুহুল আমিন, পিতা-মাহফুজ মিয়া, দেবগ্রাম, আখাউড়া, উভয় জেলা ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।