আল মামুন সরকারকে জেলা নাগরিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 24 October 2022, 105 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্বাহত বীর মুক্তিযোদ্বা আল মামুন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা নাগরিক ফোরাম। রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে তার কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,আতাউর রহমান শাহীন,কবি দেওয়ান মারুফ,অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান,ডা.মিঠু ফয়সল আহমেদ ওয়াকার,সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,আবদুল মতিন শিপন প্রমুখ।

এসময় আল মামুন সরকার বলেন,দেশ ও জনগনের কল্যানে তিনি নিরলশ কাজ করে যাবেন।

এর পর সাংবাদিক বাদল গুহের নেতৃত্বে রাম ঠাকুর মন্দির কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মামুন সরকারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।