মেঘ বালিকা -হুমায়ুন কবির

সাহিত্য, 6 December 2021, 386 বার পড়া হয়েছে,

মেঘ বালিকা

হুমায়ুন কবির

শশি ঘুমায় তপন ঘুমায়
মেঘের ভেলা চলে,
দিবা ডিঙি নোঙর ফেলে
বৃষ্টির অথই জলে।

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে
রিনিকঝিনিক তানে,
টিপটিপ টিপটিপ বৃষ্টি পড়ে
আজি গানে গানে।

বৃষ্টি পেয়ে সবুজ পাতা
অবুঝ হাওয়ায় উড়ে,
টিনের চালে বৃষ্টি পড়ে
টাপুরটুপুর সুরে।

নদীর জলে বৃষ্টি পড়ে
সকাল থেকে দুপুর,
মেঘবালিকা উঠছে নেচে
পায়ে রূপার নূপুর।