ব্রাহ্মণবাড়িয়া কবির কলমের নতুন কমিটি গঠিত সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকরাম

ব্রাহ্মণবাড়িয়া, 30 October 2021, 394 বার পড়া হয়েছে,
মো. আশিকুর রহমান : ব্রাহ্মণবাড়িয়া কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। কবির কলম এর সভাপতি কবি সুমন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল এর পরিচালনায় এতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বিগত বছরের সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কার্যনির্বাহী পরিষদ ও স্থায়ী কমিটির গঠন করা হয়। সংগঠনের তিনজন প্রতিষ্ঠাতা ও রানিং কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয় এবং কবি সুমন সাহাকে উক্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়।
এছাড়াও সংগঠনের ২০২১-২২ মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি গাজী তানভীর আহমেদ, অবনী সরকার, কাজী জহির আহমেদ, জুবায়ের রহমান অন্তর, আব্দুল মতিন শিপন, ফাহিম মুনতাসির, ইফতেখারুল হক সোহান, সিরাজাম মুনিরা শশী, রিয়াজুল মোর্শেদ মোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ইকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ সরকার, তাহমিদ অনি নিলয়, সাজাহান আহমেদ সাজন, সানিউর রহমান, সহ-সম্পাদক শরিফ উদ্দিন, সুমন রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম, দপ্তর সম্পাদক মোঃ ফাহিম হাসান, প্রচার সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাহিত্য সম্পাদক ওয়াসিম মোল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক কুসুম সূত্রধর, পাঠাগার সম্পাদক নাজিউর রহমান রাকিব, কার্যকরি সদস্য সুমন সাহা, মোঃ গোলাম মোস্তফা, অভ্রজিৎ ভৌমিক, নাহিদুল আছহাব অনিক প্রমুখ। কমিটির সকল সদস্যবৃন্দ্; নিজ নিজ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।