গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1213815 বার পড়া হয়েছে,
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী কসবা উপজেলা গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজ ও হার পাওয়ার প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং কমিটি ও এলাকাসীর সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহারিয়া মুক্তার, হার পাওয়ার প্রকল্পের উপ-পরিচালক সুরাইয়া জাহান, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ গোলাম সারওয়ার, কলেজের অধ্যক্ষ মো. আকরাম খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী ৮০জন নারীকে ৮০টি ল্যাপটপ বিতরণ করা হয়।