ব্রাহ্মণবাড়িয়া আয়াত হসপিটাল এর পক্ষ থেকে ডা. মোঃ মকবুল হোসেন কে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 15 December 2024, 165 বার পড়া হয়েছে,

হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (DAB) সভাপতি ডা. মোঃ মকবুল হোসেন কে আয়াত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে আয়াত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়াত হাসপাতালের চেয়ারম্যান ডা. কৌশিক আহমেদ বাবু, কু-চেয়ারম্যান ডা. নুসরাত জাহান,তত্ত্বাবধায়ক আলহাজ্ব মোঃ রাজিবুল হাসান।এই সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ডা. মোঃ মকবুল হোসেন তার বক্তব্যে আয়াত হসপিটালের সেবার মান এবং স্বাস্থ্যখাতে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি স্থানীয় স্বাস্থ্যসেবার আরও উন্নতি সাধনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি শেষে ডা. মকবুল হোসেন কে ফুলেল শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে তার দীর্ঘায়ু ও সফলতার জন্য শুভকামনা জানান।