মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় কাউতুলি উন্নয়ন কমিটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউতুলিস্থ ২০২৩ সালের এইচ, এস. সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও কাউতলী বিভিন্ন মাদ্রাসার নবীন কুরআনে হাফেজ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাউতুলি উন্নয়ন কমিটিরর আয়োজনে প্রথমে শহরে একটি র্যালি বের হয়। পরে কাউতলি আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কাউতুলি উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সায়েদুর রহমান ( সাইদ) সরদার।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউতলি উন্নয়ন কমিটির উপদেষ্টা আবু বকর সিদ্দিকসহ,ফুল মিয়া সর্দার,রহিছ মিয়া সর্দার,মো হানিফ চৌধুরী,শেখ মো.এনামসহ নানা শ্রেণীপেশার মানুষ।
এ সময় ১৮ জন নবীন হাফেজ ও ২জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে সংবর্দ্ধনা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বাবুল চৌধুরী। কাউতলি উন্নয়ন কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি বলেন, কাউতুলি উন্নয়ন কমিটি যে সফলতার গল্প শুনিয়েছেন তা সমাজের জন্য খুব দরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলা জ্ঞাণী গুণীতে ঠাসা।আজকে আমাদের সমাজকে সুন্দর করতে হলে সন্ত্রাস ও চাদাবাজকে দুর করতে হবে না হয় এর জন্য আমাদের মূল্য দিতে হবে।দেশের জন্য তা হবে হুমকি। এমন একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানে এসে আমি সত্যিই গর্বিত ও মুগ্ধ। কাউতুলি উন্নয়ন সংগঠনটি এগিয়ে যাক তার আপন গতিতে। সমাজের উন্নয়নে তারা অবদান রাখুক এমনটাই প্রত্যাশা ও প্রত্যয় আমাদের । অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এ সময় ।হাফেজ মাওলানা জালাল উদ্দিন রুমি অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন।উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ সবাই অনুষ্ঠানটি ব্যাপকভাবে উপভোগ করেন।