হেরার নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের বার্ষিক পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 19 May 2025, 78 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : কোরআনের আলোয় দুনিয়াকে আলোকিত করার প্রয়াসে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ সংলগ্ন পৌরসভার ১০ নং ওয়ার্ডের কলেজ পাড়ায় প্রতিষ্ঠিত হেরার নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) কোরআনের পাখি হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান উপলক্ষে বাদ আছর থেকেই মাদ্রাসার হল রুমে দেশের বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসার আলেম ও ওলামায়ে কেরামদের অংশগ্রহনে ইসলামী জ্ঞানগর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুখলেছুর রহমান হামিদীর সার্বিক তত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষক মুফতী হাফেজ মাওলানা আবু তালহার উপস্হাপনায় এবং আলহ্বাজ হাবীবুর রহমান বাবরু মিয়ার সভাপতিত্বে পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম আল্লামা মুফতী মোবারকউল্লাহ (দাঃ বাঃ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ঢাকা মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস আলহ্বাজ হযরত মাওলানা হাফেজ এনায়েত উল্লাহ নূর (দাঃ বাঃ)। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন,জেলা জামে মসজিদের খতিব ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মোহাদ্দিস আল্লামা মুফতী সিবগাতুল্লাহ নূর। বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন,শেরপুর মীর শাহাবুদ্দিন (রঃ) মাদ্রাসার ইমাম ও খতিব মুফতী সাইফুল ইসলাম শেরপুরী। এছাড়াও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ওস্তাদুল হুফফাজ হাফেজ মাওলানা নাজমুল ইসলাম, হাফেজ মাওলানা আরশাদ মাদানী,হাফেজ মাওলানা ফজলে রাব্বী, ও দৈনিক আলোকিত প্রতিদিন ও নিউজ নাও টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি মোঃ নিশাদুল ইসলাম নিশাদ সহ প্রমুখ। এছাড়াও পাগড়ী পাওয়া হাফেজ ছাত্রদের অভিভাবকসহ নানা পর্যায়ের ইসলাম দরদী মেহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্হিত ছিলেন। এ বছর অত্র মাদ্রাসা থেকে মোট দশ জন কোরআনের পাখি তথা হাফেজ ছাত্র দস্তার বন্দী হয়ে পাগড়ী পেয়ে পবিত্র কোরআনের পরিপূর্ণ হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। তারা হলেন — হাফেজ মোঃ নিজামুল ইসলাম নাবিল, হাফেজ মোঃ উমায়ের খাঁন,হাফেজ মোঃ ফাহিম খাঁন, হাফেজ মোঃ আরাফাত, হাফেজ মোঃ জিহাদুল ইসলাম, হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম, হাফেজ মোঃ খালেদ সরকার,হাফেজ মোঃ হাবীব চৌধুরী,হাফেজ মাহমুদুল হাসান ও হাফেজ মোঃ আইমান শামস। প্রধান অতিথিসহ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা একে একে হাফেজ হওয়া প্রত্যেক হাফেজ ছাত্রকে মঞ্চে ডেকে এনে নিজ হাতে পাগড়ী পড়িয়ে দেন এবং তাদের হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দিয়ে মন থেকে তাদের জন্য দোয়া করেন। তারা তাদের অভিব্যাক্তি জানাতে গিয়ে সকল ছাত্রদের উদ্যেশ্যে বলেন, মহান আল্লাহ তায়ালা চেয়েছেন বলেই এবং তার রহমত তোমাদের উপর আছে বলেই তোমরা পবিত্র কোরআনের আলোয় নিজেকে আলোকিত করার সুযোগ পেয়েছো। কারন তিনি নিশ্চয় তোমাদের পবিত্র কোরআনের পাখি হিসেবে কবুল করেছেন।এখন এ আলোকে বুকে ধারন করে তোমরা ইসলাম ও দ্বীনের আলো বিলিয়ে সারা পৃথিবীকে আলোয় আলোয় ভরে দেওয়া তোমাদের দায়িত্ব ও কর্তব্য। তারা বলেন,পবিত্র কোরআন এমন একটি মুজেজার নাম যাতে রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও শান্তি এবং মহান আল্লাহ তায়ালার দেওয়া বিরল সম্মান। অতিথিরা হাফেজ হওয়া ছাত্রদের কাছে টেনে নেন এবং খুশি মনে আদর করেন।পাশাপাশি অনুষ্ঠানে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে কৃতিত্বের সাক্ষর রাখা ছাত্রদের মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। সবশেষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি আগত সবাইকে নিয়ে মুসলিম উম্মাহ দেশ জাতি ও সবার শান্তি সমৃদ্ধি ও মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করেন।