গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 21 March 2025, 12 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও ভারতে মুসলমানদের উপর আক্রমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা।
বুধবার (১৯ মার্চ) রাতে শহরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে তারা। পরে প্রেসক্লাবের সামনে ইসরাইলের পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ আরিফ বিল্লাহ আজিজ, ছাত্রনেতা আবু বক্কর ছিদ্দিক ও মুফতি ইয়াছিন আরফাত।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর বারবার বর্বর হামলা চালিয়ে মানুষ মারছে ইসরাইল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ইয়াই সি এর মাধ্যমে দাবী জানাই ইসরাইলের বিরুদ্ধে যেন কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়। এ ছাড়া ভারতেও আমাদের মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করা হয় তাহলে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।