আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 12 March 2025, 8 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।

এসময় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. লুতফুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।