আনন্দবাজার পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া, 26 January 2025, 33 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দবাজার কার্যকরী ব্যবসায়ী ৩৩ সদস্য বিশিষ্ট পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বর্তমান কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম এই পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার আনন্দবাজার কার্যকরী ব্যবসায়ী ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে৷ কমিটিতে হাজী সফিউল্লাহকে সভাপতি ও হাজী জয়নাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের পর বর্তমান কমিটির একাংশ এই কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করেন এবং তারা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ করেন।
বর্তমান কমিটির সভাপতি নুরুল ইসলাম জানান, আগের কমিটির কাউকে না জানিয়ে সুফিউল্লাহ পকেট কমিটি করেছে। এই কমিটির বেশিরভাগ সদস্যই আনন্দবাজারের ব্যবসায়ী না। অর্থের কাছে বিবেক বিক্রি হয়েছে৷ আনন্দবাজারের কোন ব্যবসায়ী এই কমিটিকে সমর্থন করেনা। আগের কমিটি বহাল রেখে ও বর্তমান কমিটির কাউকে না জানিয়ে তারা একটি পকেট কমিটি করেছে। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও বাজারের উন্নয়নের জন্য পকেট কমিটি প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, এই পকেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আপন চাচাতো ভাই। সাধারণ সম্পাদক ও অনেক সদস্যই এই কমিটির ব্যপারে জানেন না।