নব নির্বাচিত খিলাবাজার কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ, 24 August 2021, 502 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিন : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঐতিহাসিক খিলাবাজারের ‘নব নির্বাচিত খিলাবাজার ব্যবসায়ী কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় খিলাবাজারের সরকারী মার্কেটে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সহ-সভাপতি আবু নাসের মোগল। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান।
সভায় প্রধান অতিথি শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক খিলাবাজারের একটি ঐতিহ্য রয়েছে।  কিন্তু ইদানিং এই বাজারে চুরি, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম হচ্ছে বলে শুনা যায়। আমরা আর এই চুরি, চাঁদাবাজি এবং অনিয়মের কথা শুনতে চাই না। বাজার কমিটির নব নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন  আপনারা এই এলাকায় যে বা যারা মাদক, চুরি, চাঁদাবাজি ও অনিয়মের সাথে যুক্ত তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা দিন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরো বলেন, কথায় কথায় ছোটখাটো বিষয়ে মামলা করতে থানায় যাবেন না। একবার মামলায় জড়িয়ে গেলে মামলা থেকে রেহাই পেতে অনেক অর্থকড়ি খরচ ছাড়াও মানসম্মান নষ্ট হয়। তাই বলবো ছোটখাটো বিষয় গুলো যা স্থানীয় পর্যায়ে মিটমাট করা যায় তা নিজেরা মিটমাট করে ফেলার চেষ্টা করবেন। কিন্তু খেয়াল রাখবেন কোন গুরুতর অপরাধের বিষয় চাপিয়ে না রেখে থানায় অবহিত করবেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল  থানার বিট পুলিশের সভাপতি মেহার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল আউয়াল মজুমদার, খিলাবাজার স্কুল এন্ড কলেজের সুযোগ্য শিক্ষক ও খিলা বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আবুল কাসেম, খিলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
উক্ত সভায় খিলাবাজার কমিটির নব নির্বাচিত সকল সদস্য,খিলাবাজারের সকল ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
উক্ত সভার সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন খিলাবাজার কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম।