শাহরাস্তি কওমী সংগঠনের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন

সারাদেশ, 4 February 2023, 145 বার পড়া হয়েছে,
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : কওমী সংগঠন শাহরাস্তি উপজেলার উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) স্থানীয় ঐতিহাসিক নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জুমআ হতে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামি জীবন ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন বিভিন্ন বক্তা।
বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু। তিনি শাহরাস্তি উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসায় ভালো ফলাফল করায় ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা এফ কাদের বাবু, যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা মোঃ শাহাদাত হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণত সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা শাখার কওমী সংগঠনের সভাপতি মাওলানা মোঃ ইদ্রিস।
সভায় প্রধান ওয়ায়েজীন হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, মুতামিম,মহামায়া মাদ্রাসা পীর সাহেব উজানী আল্লামা আশেক এলাহী।
অনুষ্ঠানে আরও ওয়াজ ফরমান ওমর গনি এম.ই.এস কলেজের সাবেক অধ্যাপক আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসাইন দা.বা,ঢাকাস্থ লালবাগ মাদ্রাসার শাইখুল হাদীস মুফতি আরিফ বিন হাবিব দা.বা, শাহরাস্তির খেড়িহর মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রাড়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা ওবায়েদুর রহমান এবং শিংবাইশ মাদ্রাসা রামগঞ্জের মুহ্তামিম মাওলানা আব্দুল বাতেন দা.বা।
উক্ত মাহফিলেও সার্বিক তত্বাবধানে ছিলেন, মাওলানা কাজী ফারুক।
উক্ত মাহফিলেও চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও চাটখিল উপজেলার ধর্মপ্রাণ মুসুল্লিগন উপস্থিত ছিলেন।