ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক নেতাকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার চড় দেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা।
জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া সহ বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পৌর সভার কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, বিষয়টি সমাধান করতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বাস টার্মিনালের যে জায়গায় পৌর সভা মেলার জন্যে বাঁশ পুতে ছিল, তা উঠিয়ে ফেলবে। বাস টার্মিনালের দক্ষিণ পাশ দিয়ে মেলায় যাওয়ার রাস্তা করবে। এছাড়াও চড় দেওয়ায় পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস শ্রমিক নেতা জাকির মিয়াকে ‘সরি’ বলে দুঃখ প্রকাশ করে জড়িয়ে ধরেন। ভবিষ্যতে যেন এমন কিছু না হয়, তার জন্যে সতর্ক করে দেওয়া হয়।