গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1146908 বার পড়া হয়েছে,
পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, খাঁটিহাতা বিশ্বরোড থেকে একটি প্রাইভেটকার জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সুহিলপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে চালক অক্ষত আছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে।