নবীনগরে জোড়া খুনের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি আটক

ব্রাহ্মণবাড়িয়া, 22 December 2021, 340 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি’কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে কসবা সীমান্ত থেকে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশ।

রাব্বি জেলা শহরের কাজিপাড়ার মুমিনুল ইসলামের ছেলে।

এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার মধ্যরাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাব্বি হত্যা মামলার ১নং আসামী নজরুলের ঘনিষ্ঠ সহযোগী। সে হত্যায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল। হত্যার কথা সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বে ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডা.আবুল কাসেমের ছেলে ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকাকে গুলি করে হত্যা করা হয়।