ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও হেরোইনসহ যুবক গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 18 October 2023, 112 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬২০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মো: কামরুল হাসান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে নাসিরনগরের ধরমন্ডল গ্রামে পরিচালিত অভিযানে কামরুল নামক এক যুবকের দেহ ও তার ঘর তল্লাসী করে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামরুল ওই গ্রামের মোঃ আনোয়ার আলীর পুত্র। অভিযানকালে কামরুলের সঙ্গী ইব্রাহিম ও মাসুক পালিয়ে যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা জানান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন স্যারের মাদকবিরোধী জিরো টলারেন্সের অংশ হিসেবেই গোয়েন্দা তৎপরতায় তথ্য সংগ্রহ করে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। ধৃত কামরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।