ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল ডক্টর ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 15 March 2025, 11 বার পড়া হয়েছে,

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) শহরের পৌর কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ডক্টর ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. এম এ হানিফের সভাপতিত্বে ডা. ইসহাকের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন জনাব ডা. নোমান মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আকতার হোসাইন ও কোষাধ্যক্ষ ডা. মনির হোসেন ও ন্যাশনাল ডক্টর ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন আকন্দ প্রমূখ।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার ৩ শতাধিক চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।