শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : “সবাই মিলে কর দেবো উন্নয়নে অংশ নেবো ” এই শ্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কর আইনজীবীদের সাথে আয়কর আইন, ২০২৩ ও করনেট সম্প্রসারন বিষয়ক মত বিনিময় সভা ও কর সার্কেল -০৪,০৫,ও ১৭, ব্রাহ্মণবাড়িয়া কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে এবং উপ কর কমিশনার নাফিজ উদ্দিন আহমেদের সার্বিক ব্যাবস্থাপনায় এক মতবিনিময় সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১০:৩০ মিনিটে এই মত বিনিময় সভায় কর অঞ্চল কুমিল্লার কর পরিদর্শক লিপি রায়ের সঞ্চালনায় এবং কর কমিশনার গোলাম কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার রেঞ্জ – ১ শামিনা ইসলাম, যুগ্ম কর কমিশনার রেঞ্জ – ৩ মোঃ আব্দুল মালেক, উপ কর কমিশনার সদর দপ্তর প্রশাসন মোঃ রাশেদ রেজা। অনুষ্ঠানের শুরুতে কর অঞ্চল কুমিল্লার কর্মকর্তারা জেলা পরিষদ মিলনায়তনে এসে পৌছালে প্রথমে তাদেরকে কর আইনজীবী সহ সবার সবার পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । আগত কর কর্মকর্তারা তাদের নিজ নিজ বক্তব্যে আয়কর আইন ২০২৩ করনেট সম্প্রসারণ বিষয় ছাড়াও আগামী দিনে কর আদায় ও এই বিষয়ে কর দাতাদের উদ্ভুদ্ধকরন সহ সকল বিষয় নিয়ে উপস্হিত করদাতা, কর আইনজীবী ও চেম্বার অব কমার্সের সদস্যদের সাথে বিষদ আলোচনা করে বক্তব্য প্রদান করেন। তারা একটি স্বনির্ভর দেশ গঠনে কর আদায় ও কর প্রদান বিষয়ে করের গুরুত্ব তুলে ধরে সবার দৃষ্টি আকর্ষণ করে আলোচনা করেন। এই বিষয়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কর আইনজীবী সুরেশ রঞ্জন রায়, কর আইনজীবী জহিরুল ইসলাম ভূইয়া, কর আইনজীবী বাবু পরিমল চন্দ্র রায়, কর আইনজীবী মোঃ কামাল উদ্দিন, কর আইনজীবী মোঃ মানসুরুল হক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সিনিয়র সহ – সভাপতি কাজী জাহাঙ্গীর, চেম্বার অব কমার্সের পরিচালক জাবেদুল ইসলাম সোগাগ সহ প্রমুখ। বক্তারা কর আদায়ের উপর বিশেষ গুরুত্বআরোপ করে যথা সময়ে সঠিক পন্হায় সকলকে কর আদায়ে উদ্ভুতকরন করা সহ এই বিষয়ে সকল করনীয় বিষয় নিয়ে সবার মতামত নেন এবং আলোচনা অংশ গ্রহন করেন।