অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

জাতীয়, 17 April 2023, 108 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : টানা ১৪ দিন ধরে তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গরমের কারণে হাঁসফাঁস করছে দেশের মানুষ। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটের কোম্পানীগঞ্জে।

সোমবার রাত ৯টা থেকে উপজেলায় বৈশাখের প্রথম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শীতল হাওয়ায় স্বস্তি মিলেছে। এরপর রাত ১০টার দিকে যা বজ্রসহ কালবৈশাখী ঝড়ে রূপ নেয়।

উপজেলার টুকেরবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুর্শেদ আলম বলেন, টানা ১৪ দিন ধরে গরম, বৃষ্টি হয় না। বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এতেই অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটজুড়ে আজ রাতে বৃষ্টি হতে পারে। এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।