গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1147261 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আহতবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
গত ৩০ জুলাই অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ আহত হয়েছিল। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান জানান, গত ৩০ জুলাই সকালে একটি ট্রেনের ধাক্কায় গুরুত্বর ভাবে আহত হয় ষাটোর্ধ বৃদ্ধ। তারপর পুলিশ গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। আজকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
তিনি আরও জানান, মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।