নাসিরনগরে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়া, 25 June 2022, 133 বার পড়া হয়েছে,

নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বীর মুক্তিযোদ্বা ও সাবেক সেনা সদস্য শ্রী শংকর নাগ গত রাত ১২ ঘটিকায় ঢাকার একটি প্রাইভেট  হাসপাতালে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন,মৃত্যুকালে তার বয়স  হয়েছিলো প্রায় ৭০ বছর।  বীর মুক্তিযোদ্বা শংকর নাগের জন্মস্থান  কিশোরগঞ্জ জেলার  ইটনা উপজেলা।

আজ নাসিরনগর উপজেলা প্রসাশনের পক্ষে গার্ড অব অনার শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তার শেষে  কৃত্ব করা হয়েছে। মৃত্য কালে তিনি স্ত্রী  ২ মেয়ে ১ ছেলে, নাতি নাতনী ও বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।আজ নাসিরনগর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা কে শেষ বিদায় জানানোর জন্য উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্বা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ও শুভানুন্ধায়ীরা ফুল দিয়ে শেষ বিদায় জানান।