ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় ঘাতক সামিউল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 4 March 2025, 15 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্রগ্রাম জেলার বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্রগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।
উল্লেখ, গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধজনগর গ্রামে স্বামী সামিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই নিহতের ভাই মোবারক হোসেন কসবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।