ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সেই সাবেক কাউন্সিলর মাকবুল এখন শ্রীঘরে

ব্রাহ্মণবাড়িয়া, 19 August 2021, 689 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আলোচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এরআগে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে জেলা শহরের মসজিদ রোড এলাকা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

মুফতি মাকবুল হোসাইন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শহরের কাউতুলী এলাকার হাজি ফুল মিয়া সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, গত মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হামলায় মুফতি মাকবুল জড়িত ছিল। তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠানো হলে, আদালত তাকে জেলা হাজতে প্রেরণ করে।

একটি সচ্ছল পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনসহ ১৫ জন ব্যক্তির নাম ওমএমসের ভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. মাকবুল হোসাইনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এ অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই ওয়ার্ডের ২২জনকে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ওএমএস কমিটি। পাশাপাশি তালিকা তৈরিতে সতর্ক থাকার জন্য বলা হয়। এই ঘটনায় বরখাস্ত করা হয় তৎকালীন ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে। পরে তার বরখাস্ত বাতিল করে সপদে বহাল করা হয়। সর্বশেষ পৌর নির্বাচনে তিনি পরাজিত হন।