জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ২১ জুলাই ঈদুল আজহা

জাতীয়, 11 July 2021, 492 বার পড়া হয়েছে,
অনলাইন ডেস্ক : দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রবিবার সন্ধ্যায় ফেনীতে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।