কসবায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া, 23 March 2025, 44 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে আড়াইবাড়ী দরবার শরীফ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, আড়াইবাড়ী দরবার শরীফের গদ্দিনিশীন পীর হযরত মাওলানা গোলাম খাবির সাঈদী, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির পীরজাদা মাওলানা শিবলী নোমানী, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা জামায়াতে ইসলামের যুব বিভাগের সেক্রেটারী মাওলানা শরীফ আহমেদ সরকার, কসবার গ্যাস কসবায় চাই আন্দোলনের আহ্বায়ক তানভীরুল ইসলাম শাহিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান ও জাতীয় নাগরিক কমিটির কাজী মোশাহেদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন, আমাদের নির্যাতিত ফিলিস্তিনি মা, ভাই বোনেরা যখন পবিত্র রমজান মাসে সাহরি করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক এমন সময় দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়ে শিশু, নারী-পুরুষদের নির্বিচারে হত্যা করছে। বিশ্বের প্রায় দুইশ’ কোটি মুসলিম আজ নীরব। বিশ্ব মুসলিম এর প্রতিবাদ করলে আজ আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের, অবুঝ শিশুদের এভাবে হত্যা করার সাহস পেতনা। আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। আমরা যদি ইসরায়েলি সকল পণ্য ক্রয়- বিক্রয় না করি, আমরা যদি তাদের উৎপাদিত সকল পণ্য বয়কট করি তাহলে তাদের হাতে মারতে না পারলেও কমপক্ষে ভাতে মারার চেষ্টা করতে পারবো। বক্তারা সকল প্রকার ইসরায়েলি পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ এবং বয়কটের আহ্বান জানান। বিশ্ব মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।