ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 18 March 2025, 18 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (আইজেএবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গতকাল (সোমবার) বাদ আছর গ্র্যান্ড এ মালেকে বিশিষ্টজন ও মুজাহিদ প্রজন্ম যুবকভাইদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আইজেএবির জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, দীনি সংগঠনের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, আইএবির জেলা সেক্রেটারি মাও. গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের আহবায়ক অধ্যাপক এমদাদুল হক, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য আরমান উদ্দীন পলাশ, এড. অধ্যাপক শেখ জাহাঙ্গীর ও সভাপতি আলী মাউন পিয়াস, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন- তরী বাংলাদেশর আহবায়ক শামীম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দীন, দীনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাও. আসাদুল করীম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাও. নূরুল আলম ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাও. ফয়জুল্লাহ মুহসিন।

ইফতার মাহফিলে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদ্য সাবেক সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলাল নব জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এবং সদ্য সাবেক জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলামকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন বর্তমান জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, সহ-সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনী। সঞ্চালনা সহযোগী ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাও. আবু হানিফ নোমান প্রমুখ।