মেজর রফিকুল ইসলাম এমপি’র ৭৯তম জন্মদিন পালন

সারাদেশ, 13 September 2021, 448 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিনঃ আজ ১৩ সেপ্টেম্বর সোমবার মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র ৭৯তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বেলা দেড় ঘটিকায় জন্মদিন পালনের এক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল।
এমপি মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের জন্মদিন পালন উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং শুভ শুভ শুভদিন মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের জন্মদিন বলে নেতা-কর্মীগন শ্লোগান দেন।। এ-সময় পুরো অডিটোরিয়ামে খুশির বন্যা বয়ে যায়।
অতঃপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় এমপি মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, আওয়ামী লীগের সদস্য নাসরিন জাহান চৌধুরী শেফালী, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন তুষার সহ প্রমুখ।
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়  ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্ত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে নৌ-পরিবহন  মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং ২৬৪ চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) ৫ আসনের চারবারের নির্বাচিত সাংসদ।