কসবায় ২৫ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশা সহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 12 September 2023, 124 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা সহ ৩ জন কে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে কসবা থানার একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্সসহ  কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের হাজিপুর আব্দুল্লাহ মেম্বারের বাড়ির সামনে কসবা হইতে সৈয়দাবাদ গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ১ টি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে কামাল (৪০) পিতা-আবু তাহের,ইউনিয়ন-খাড়েরা,থানা- কসবা  গ্রাম-মনকাকাশাইর, মোঃ আলমগীর (১৯) পিতা-মোঃ নসু মিয়া, গ্রাম- দৌলতপুর, ইউনিয়ন- গোপীনাথপুর থানা -কসবা  এবং কবির হোসেন প্রকাশ ফালান (৪২), পিতা-আবুল কাশেম, গ্রাম-মনকাশাইর, ইউনিয়ন- খাড়েরা, থানা- কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া তাদের হেফাজতে থাকা একটি ট্রাভেলিং ট্রলি ব্যাগ এর মধ্যে থাকা  স্কস্টেপ দ্বারা মোড়ানো ০৭টি প্যাকেট থেকে মোট ১৪ কেজি গাঁজা এবং একটি কালো রঙের কলেজ ব্যাগ থেকে মোট ১১ কেজি গাঁজা মোট ২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা সহ মোট ৩ জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পি পি এম) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানের অব্যাহত থাকবে।
মাদক কারবারী যেই হোক আমরা এতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। তাদের কোন ছাড় নয়। মাদক নির্মূলে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। তিনি এতে সবার সহযোগীতা কামনা করেন।