নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ্ব খান মোঃ লালশাহ (মা.জি.আ) বাবার দরবার শরীফের বাউন্ডারি অংশের কিছু জায়গা সরকারের উন্নয়ন প্রকল্প ৬ লেনের রোডের জন্য অধিগ্রহণ করা হয়েছে। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য, গুজব ও ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে দরবার শরীফের উত্তরসূরি ও গদ্দিনিশিন পীর পীরজাদা সুফিগুরু শাহজাদা খান ভক্ত–অনুরাগী ও এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
পীরজাদা সুফিগুরু শাহজাদা খান বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এতে দরবার শরীফের অস্তিত্ব, ধর্মীয় পরিবেশ কিংবা ভক্তদের কোনো কার্যক্রমে বাধা সৃষ্টি হবে না। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, “দরবার শরীফের মর্যাদা ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সরকার, প্রশাসন ও আমরা সবাই একসঙ্গে কাজ করছি। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেনও না।”
প্রশাসনের কর্মকর্তারা জানান, ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান রেখে প্রয়োজনীয় অংশটুকু অধিগ্রহণ করা হয়েছে। দরবার শরীফের কোনো কাঠামো বা ধর্মীয় কার্যক্রম এতে ক্ষতিগ্রস্ত হবে না।
দরবার শরীফে নিয়মিত আগত অনেক ভক্তও সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত মন্তব্য বন্ধের আহ্বান জানান। তাঁদের মতে, গুজব ছড়ালে অযথা অস্থিরতা তৈরি হয়।
পীরজাদা সুফিগুরু শাহজাদা খান আরও বলেন, “দরবার শরীফ শান্তি, ঐক্য আর মানবতার শিক্ষা দেয়। কোনো বিভ্রান্তিতে জড়াবেন না। প্রয়োজনে আমাদের বা প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলুন।”