লতিফুর রহমান মোল্লা,ব্রাহ্মণবাড়িয়া : দেশের সর্ববৃহৎ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৬’- আবু ইউসুফ (রহ.) প্রতিষ্ঠিত এ প্রতিযোগিতা ১৮তম বারের মতো যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় অডিশন পর্ব শহরের কলেজপাড়া বাইতুর রাহীম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো- দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনের আলোয় আলোকিত নতুন প্রজন্মের প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করা এবং ইসলামী সংস্কৃতিকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া।
এতে উপস্থিত ছিলেন পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম, ক্বারী আব্দুল হক, ক্বারী মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জাকারিয়া ও বিশ্ব জয়ী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিদের তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, মাখরাজ ও কণ্ঠস্বরের সৌন্দর্য বিচার করে নির্বাচকমণ্ডলী মোট ১৯ জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেন, যারা পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিভাবান হাফেজদের নিয়ে আগামী মাসগুলোতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক ও জাতীয় পর্ব। পুরো প্রতিযোগিতা জুড়ে থাকছে সর্বমোট ২৫ লক্ষ টাকার পুরস্কার।