ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ ১৯ বছর পর জমি ফিরে পেলেন প্রকৃত মালিক আবদুল মালেক

ব্রাহ্মণবাড়িয়া, 17 September 2025, 124 বার পড়া হয়েছে,

এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : দীর্ঘ ১৯ বছর পর প্রিয়ামশন করে আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন সদর উপজেলা বুধল ইউনিয়ন নন্দনপুরের আবদুল মালেক। ২০০৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলার আবদুল মালেক রায় পায় ২০১২ সালে।রায় পাওয়ার পরও জমি দখলে রাখেন শেফালী বেগম। দীর্ঘদিন ধরে এ নিয়ে আদালতে মামলাও চলে। কিন্তু আদালতের বিচারক মো: আশিকুর রহমান কাগজপত্র জমির মূল মালিক মো : আবদুল মালেককে জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে ১৬ ই সেপ্টেম্বর দুপুর ১২ টা সময় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ও বুধল ইউনিয়নের মান্যগন্য ব্যক্তিবর্গ এবং পুলিশ উপস্থিততে লাল নিশান, ডাকঢুল বাজিয়ে আবদুল মালেককে জমি বুঝিয়ে দেন। বিবিধ প্রিয়ামশন মামলার নাম্বার ১৭/২০০৬। স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নপর তেলীনগর গ্রামের মোছাম্মদ শেফালী বেগম গংদের বিরুদ্ধে প্রিয়ামশন করেন মো : আবদুল মালেক। ব্রাহ্মণবাড়িয়ার জজ আদালত উভয়পক্ষের কাগজ পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক মামলার বাদী আবদুল মালেক পক্ষে রায় প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার বাবুল মিয়া বলেন,,,, আমার কাকা আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছে। প্রকৃতভাবে জায়গার মালিক তিনি তা আজ প্রমাণ হলো এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলার জামেলা আজ অবসান হলো।