
ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের বর্তমান কার্যকরি কমিটি নিয়ে সাবেক সভাপতি মো. সোলেমান খান মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছেন। এ সকল অপপ্রচারের বিরদ্ধে রোববার (৪ মে) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন বর্তমান কমিটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব কার্যকরি কমিটির সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পলা, সাংগঠনিক সম্পাদক বোরহান মো. ইনয়ামুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তারা বলেন, মো. সোলেমান খান উপজেলা আওয়ামী লীগের বর্তমান কার্যকরি কমিটির সদস্য। তিনি গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় লেখালেখি করেন। এ কারনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে থাকেন। এ সময় ক্লাবের সহ-সভাপতি ও কসবা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহাও আত্মগোপনে থাকেন। এতে করে কসবা প্রেসক্লাবের কার্যক্রম কিছুটা বিঘ্নতা ঘটে। পরে মো. সোলেমান খান ও নেপাল চন্দ্র সাহা আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলে তাদেরকে কার্যকরি কমিটির সভা আহ্বান করে সংবিধান অনুযায়ী প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন করার জন্য অনুরোধ করলেও তারা কোন কর্ণপাত করেননি।
পরে গত বছরের ১৩ ডিসেম্বর প্রেসকাবের গঠনতন্ত্র অনুযায়ী ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যদের উপস্থিতিতে বর্তমান কার্যকরি কমিটি গঠন করা হয়। ওই দিন থেকেই এ কমিটি কসবা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত কয়েকদিন ধরে সাবেক সভাপতি মো. সোলেমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কসবা প্রেসক্লাবকে নিয়ে বিভিন্ন ধরনের চিঠি চালাচালি করেন এবং গতকাল শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কসবা প্রেসক্লাবের তিনি নিজেই আহ্বায়ক হয়ে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। যাহা সম্পূর্ণরূপে প্রেসক্লাবের গঠনতন্ত্রের পরিপন্থি। সাবেক সভাপতি মো. সোলেমান খান যেহেতু কসবা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিনি সভাপতি নন, তাই তিনি আহ্বায়ক কমিটি গঠন করতে পারেন না। তার এ সকল কর্মকান্ডকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের প্রশাসনিক কর্মকর্তাসহ ও সকল শ্রেণী-পেশার লোকজনকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি দাবী করছেন তারাই বৈধ কমিটি। মো. সোলেমান খানের ঘোষণা করা আহ্বায়ক কমিটি অবৈধ ও অগণত্রান্ত্রিক। তাদেরকে এ সকল কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় প্রেসক্লাবের অন্যন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।