ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা অভিযান, জেল, জরিমানা ও এস্কেভেটর জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, 10 March 2024, 34 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, ঝটিকা অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন।
শনিবার ৯ মার্চ রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়স্থ মেসার্স জামান ব্রিক্সের জন্য কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে নেওয়ার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৫(১) লঙ্ঘনে ১৫(১) ধারা অনুসারে ইট ভাটার ম্যানেজার উপজেলার বুধন্তি গ্রামের হাজী রুহুল আমিনের ছেলে মো: সালেক (৩২), কে   ৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত  এস্কেভেটর মেশিন জব্দ করে বিজয়নগর থানার এসআই মনির হোসেন এর জিম্মায় প্রদান করা হয়।
এ ঝটিকা অভিযানে সার্বিক সহায়তা করেন বিজয়নগর থানা পুলিশ।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন জানান, মাটি চুরির সাথে এবং ফসলি জমির টপসওয়েল যে কাটবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বদ্ধপরিকর ইতিপূর্বে বেশ কিছু মাটি কাটার যন্ত্র এস্কেভেটর, ট্রাক্টর এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।