শোকর আলহামদুলিল্লাহ্
কতো শতো চিন্তা চেতনা কল্পনা আর অপেক্ষার ক্ষণ পেরিয়ে
janatarkhobor.com এর প্রকাশ। একগুচ্ছ সুন্দর উপলব্ধির অনুরণন এবং অবলোকন ও অনলাইন সংবাদ জগতে নুতন সংযোজন।
কে বা কারা কি কেন কোথায় কখন এবং কিভাবে ঘটনার উদ্ভব, বিকাশ ও পরিণতি ইত্যাদি তথ্য-তত্ত্বের ভিত্তিতে বস্তুনিষ্ঠ-নিরপেক্ষ সংবাদ পরিবেশন
janatarkhobor.com এর বৈশিষ্ট্য, লক্ষ্য ও উদ্দেশ্য জেনে আমি আনন্দিত। ঘটনার উত্তর-পূর্ব, পশ্চিম-দক্ষিণের পরিবেশ-পরিস্থিতি এবং পশ্চাৎ ঘটকের মুখোশও উন্মোচিত হবে ‘জনতার খবরে’র অনুসন্ধানী কলমের জিভে। পাশাপাশি সমাজের আলোকিত ও বরেণ্য ব্যক্তিবর্গের কর্মের ইতিকথা সোনালি অক্ষরে ফোটে ওঠবে বলে আমার দৃঢ়তর বিশ্বাস।
স্বদেশের মাটি ও মানুষের কথা; সমস্যা-উত্তরণের কথা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক অনুষঙ্গে ভরে ওঠবে
janatarkhobor.com এর আঙিনায়। স্মরণে বরণে আনন্দে উপভোগে সৃষ্টিতে প্রশংসায় স্বীকৃতিতে সমর্থনে উৎসাহ উদ্দীপনায় অনুদানে আর বিজ্ঞাপনে পরিপূর্ণ হউক ‘
জনতার খবর’।
মানুষকে হেয় বা ছোট করা নয়। দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে আত্মোপলব্ধি সৃষ্টিতে ব্রত হউক ‘জনতার খবর’। আমি সুন্দর ইতিবাচকতায় বিশ্বাসী। সুন্দর চেতনা ও বিশ্বাসে
janatarkhobor.com ধন্য ও গর্বিত হউক।
আড়ালে যারা সুর ছন্দ ও তাল নিয়ে ভাবেন
janatarkhobor.com এর সাহিত্য পাতায় তারা সুস্বাগত হউক।
janatarkhobor.com এর উদ্যোক্তা, পরামর্শক, উপদেষ্টা পর্ষদ এবং যাঁদের ভালোবাসা মমতায় এই সৃষ্টি সুখের উল্লাস সাধুবাদ সকলকে। ‘
জনতার খবর’ সকলের হাতে হাত রেখে, মিলেমিশে সদাসর্বদা আনন্দে থাকুক।
– রিয়াজ উদ্দিন জামী, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব।