শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের টোলপ্লাজা এলাকায় রবিবার ( ২১ ডিসেম্বর) রাত ০২:১০ মিনিটের দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যাবহৃত একটি কাভার্ড ভ্যানসহ রাকিব পেশকার (২৪) পিতা — জালাল পেশকার, গ্রাম — নুরায়নপুর, থানা – বাউফল, জেলা – পটুয়াখালী ও মোঃ হোসাইন আলী (২৫) পিতা – মোঃ ওয়াহাব আলী, গ্রাম – চাঁদগাও ( পশ্চিম পাড়া ) থানা — নালীতাবাড়ি, জেলা — শেরপুর নামক দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সফিকুল আলম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আটককৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে আইনআনুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।