ব্রাহ্মণবাড়িয়ায় চকলেট ভেবে বিষ খেয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 19 September 2021, 445 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে মারিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারিয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের মুহাম্মদ রহিছ আলীর মেয়ে। এ ঘটনায় মারিয়ার বোন লিজা (৩) হাসপাতালে ভর্তি রয়েছে।
পরিবারের লোকজন জানায়, ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য বাসায় ইদুর মারার ওষুধ রাখা হয়েছিলো। শনিবার সকালে সবার অগোচরে মারিয়া ও তার বোন লিজা চকলেট মনে করে তা খেয়ে ফেলে। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, মারিয়া নামে এক শিশু ইঁদুর মারার ওষুধ খেয়ে মারা গেছে। লিজা নামের আরেক শিশুকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।