
মো. আবদুল মতিন শিপন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভিমরুলের কামড়ে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে খেলাধুলার সময় হঠাৎ একটি ভিমরুল তামিমকে আক্রমণ করে। ভিমরুলের বিষাক্ত কামড়ে শিশুটি ছটফট করতে থাকে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, “শিশুটিকে শুরুতেই যদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হতো, তাহলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হয়তো বাঁচানো যেত। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে দেরি হওয়ায় এমন মর্মান্তিক পরিণতি হয়েছে।”
তিনি আরও বলেন, ভিমরুল বা অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ঘটনা যেকোনো সময় প্রাণঘাতী হতে পারে। তাই এ ধরনের পরিস্থিতিতে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার জন্য সকলকে সচেতন থাকতে হবে।