ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজ সেবা  প্রকল্প পরিষদ এর কার্যকরী কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 22 July 2025, 393 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা প্রকল্প পরিষদের অনুমোদন দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গত ২০ জুলাই এক অফিসিয়াল চিঠির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তর  কার্যালয়ে প্রকল্প সমন্বয় পরিষদ এর কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা আবু আসিফ আহম্মেদ এর সহধর্মিণী মেহেরীন নেছা। মেহেরীন জেলা বিএনপি নির্বাহী কমিটির ও সম্মানিত সদস্য।
মেহেরীন নেছা মেহরীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে  অভিনন্দন জানিয়ে বলেন , আমি জেলা কার্যালয় প্রকল্প পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায়। আমি উনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যারা আমাকে সহযোগিতা করেছেন  তাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
এদিকে মেহেরীন নেছা মেহেরীন ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রকল্প পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।