ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 16 December 2023, 67 বার পড়া হয়েছে,
মো. নিয়ামুল ইসলাম আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে আশুগঞ্জের তালশহর স্টেশনের ব্রিজে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির (আই.সি) এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকে সকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী অজ্ঞাত ট্রেনটি আশুগঞ্জের তালশহর স্টেশনের ব্রিজের কাছাকাছি পৌছলে এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ওই যুবকের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।