মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভাব-অনাটনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জিয়াউর রহমান (৪৬) নামে এক ব্যক্তি কীটনাশক ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ৭ নভেম্বর দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিন ভোররাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের মধ্য কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জিয়াউর রহমান উপজেলার চাতলপাড় ইউনিয়নের মধ্য কচুয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আলী আকবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কাজকর্ম না থাকায় অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর জিয়াউর রহমানের। স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়ে নিয়ে তাদের অভাবের সংসার। তার জায়গা-জমিও নেই। যা ছিল কয়েক বছর আগে বিক্রি করেছেন। এরপর থেকে বিভিন্ন সময় অন্যের জমিতে কাজ করে জীবনযাপন করতেন। গতকাল অভাব-অনটন পড়ে হতাশাগ্রস্ত হয়ে কীটনাশক ওষুধ সেবন করে জিয়াউর রহমান আত্মহত্যা করেন৷
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) সোহাগ রানা জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।