ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয়া নবপত্রিকার নবম বর্ষ পূর্তিতে ‘শারদ সম্মাননা’ অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 5 November 2023, 151 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত শারদীয়া নবপত্রিকার নবম বর্ষ পূর্তিতে সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের শ্রেষ্ঠ প্রতীমা ও শ্রেষ্ট পূজা মন্ডপসহ ৭টি ক্যাটাগরিতে ‘শারদ সম্মাননা’ প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের হালদার পাড়াস্থ শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নির্বাচিত সাতজনের হাতে এসব ‘সম্মাননা স্মারক’ (ক্রেষ্ট) তুলে দেয়া হয়।
শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা পেল সেরা পূজা মন্ডপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ঐক্যতান যুব সংঘ, সেরা প্রতিমা-পূর্ণমুক্তার সংঘ কান্দিপাড়ার, শারদীয়া নবপত্রিকায় ভারতের ত্রিপুরা রাজ্যের ছবি প্রেরণ করায় আগত অতিথি পরিতোষ দাসকে শারদ সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন ক্যাটাগরিতে অন্যদের শারদ সম্মাননা দেওয়া হলো।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রাপ্তদের হাতে এসব ক্রেষ্ট তুলে দেন।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাঙ্গলিক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আহবায়ক,  প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অনলবর্ষী বক্তা প্রফেসর অমৃত লাল সাহা।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহবায়ক এডভোকেট প্রনব কুমার দাস উত্তম, বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন পাল, বীর মুক্তিযোদ্ধা হরিপদ বণিক, শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি ট্রাস্টিবোর্ডের সভাপতি অরূপ রায়,
নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা, শারদীয়া নবপত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রসন্ন দাস।
এডভোকেট জয়লাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
গায়ত্রী রায়, শিবানী পাল, সমরজিৎ সাহা, স্বরূপ বণিক, সংকেত শীল ও অংকুর  শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিছুল হক রিপন প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে এ ধরণের শারদ সম্মাননা অনুষ্ঠান আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত রাখার জোর জানান। পাশাপাশি এ বছর সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ব্রাহ্মণবাড়িয়ার সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।