ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতিমধ্যেই নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নিবার্চন কমিশন। ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের ১২৫টি কেন্দ্রের ৬৩১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার উপজেলা নিবার্চন অফিস থেকে সকল ভোট কেন্দ্রে নিবার্চনী সরঞ্জাম পাঠানো হয়।
নির্বাচনী ফলাফল সংগ্রহে পুলিশের পক্ষ থেকে পুলিশের ৪টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে বুধবার সকালে ইউপি নিবার্চন উপলক্ষে পুলিশের উদ্যোগে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল হাদি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার।