নিজস্ব প্রতিবেদক : ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা’র বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে পশ্চিম মেড্ডা আরামবাগস্থ ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালক কোহিনূর আক্তার প্রিয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, বাংলাদেশ গ্যাসফিল্ড কর্মকর্তা কাজী হামিদুর রহমান, কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদের সভাপতি ফারহানা ববি, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল-নাঈম, বিশিষ্ট নারী উদ্যোগক্তা নাঈমা আহমেদ উর্মী, নারী উদ্যোগক্তা আখিঁ নূর, নারী উদ্যোগক্তা রীনা, নারী উদ্যোগক্তা লাভলী বেগম,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাথী ইসলাম, ছাঈমা ইসলাম, মো. মুছা।
অনুষ্ঠান সঞ্চারণায় ছিলেন, আবদুল মতিন শিপন।