বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। রুবেলের বাড়ি সিলেট জেলা সদরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির দুই পুলিশ সদস্য রুবেলকে রক্তাক্ত অবস্থায় রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তার ভর্তির কাগজ সার্জারি ওয়ার্ডে জমা দেওয়ার সময় ওই তরুণ ছুরি নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় এক পুলিশ সদস্য দৌড়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গেইট লাগিয়ে দেন। পরে ওই তরুণ ওয়ার্ডের ভেতরে থাকা অপর পুলিশ সদস্যকে ছুরি ধরে জিম্মির চেষ্টা করেন। খবর পেয়ে আরেকজন পুলিশ সদস্য হাসপাতালে আসলে ওয়ার্ডের গেইটের বাইরে থাকা পুলিশ সদস্য গেইট খুলে দেন। এ সুযোগে ওই তরুণ দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বলেন, স্টেশন এলাকায় এক তরুণকে আহতাবস্থায় দেখে পুলিশ। তিনি মাদকাসক্ত ছিলেন। তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তিনি পালিয়ে যান।