ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্ছিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া, 24 January 2024, 24 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান আনছারীর উদ্যেগে সুবিধাবঞ্ছিত শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার সকালে শহরের পুর্ব পাইকপাড়া হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক বাবু স্বপন কুমার রায়,ব্রাহ্মণবাড়িয়া সংবাদপএ পরিষদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা,রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সাধারন সম্পাদক জুয়েল রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল প্রমূখ।
এ সময় সাড়ে ৮ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি বলেন বলেন, অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করার এ প্রবণতা সতিই অসাধারণ। মিজানকে অনেক ধন্যবাদ অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করার জন্য।আমাদের সবাইকে এভাবে কাজ করতে হবে।মানবিকতার মাধ্যমেই মানুষে এগিয়ে যেতে হয়। মিজান সবসময়ই অসহায় মানুষের কল্যানে কাজ করে।সামনেও মিজান এমনভাবে কাজ করবেন এমন প্রত্যয় ব্যাক্ত করেন মেয়র নায়ের কবির। এ সময় প্যানেল মেয়র মিজান আনসারী বলেন, আমার ও আজ খুব ভালো লাগছে অসহায় মানুষকে একটি সাহায্য করতে পারার জন্য।ভবিষ্যতে ও আমার এ কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।