ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি’র ৭০ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 29 October 2023, 27 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের ৭০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।  এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।
২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এর জেরে রোববার বিএনপির ডাকে সারাদেশে হরতাল চলছে।
সেই সঙ্গে পাল্টা কর্মসূচি হিসেবে সারাদেশে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।