সরাইলে উপজেলা নবীন দলের আহ্বায়ক অনিক, সদস্য সচিব সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া, 6 October 2023, 85 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : সরাইল উপজেলা নবীন দলের আহ্বায়ক অনিক হোসেন মৃধা ও সিরাজুল ইসলাম সানি কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা নবীন দল।

গত ২২ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ব্রহ্মণবাড়িয়া জেলার সভাপতি মো. শাহাদাত হোসেন ও সাধারন সম্পাদক মিন্টু সরকার যৌথ স্বাক্ষরিত নবীন দলের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে সরাইল উপজেলা নবীন দলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেন তারা।উক্ত কমিটিতে অনিক হোসেন মৃধা কে আহ্বায়ক ও সিরাজুল ইসলাম সানি কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এ ব্যাপারে জেলা নবীন দলের সভাপতি মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা যাছাই বাছাই করে ত্যাগী ও যোগ্য কর্মীদের দায়িত্ব দিয়েছি। আশা করি, তাঁরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। তাঁরা দলের পদবী নিয়ে বসে থাকবেন না। দলের জন্য কাজ করবে।

উল্লেখ্য, ১৫ দিনের মধ্যে ১৪ সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা নবীন দল কে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে জেলা নবীন দল।