নবীনগরে পুকুরের পানিতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া, 8 March 2023, 105 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে ঈশা মনি (৮) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। ঈশা মনি জেলার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের মঈনউদ্দীনের মেয়ে। সে পরিবারের সাথে নবীনগর পৌর শহরের কলেজ পাড়ার ভাড়া বাসায় বসবাস করতো এবং পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর ঈশা মনিসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের পানিতে গোসল করতে নামে। এরই মাঝে সে পানিতে নিখোঁজ হয়ে যায়। তার সাথে থাকা অন্যান্যরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে শিশুটির পরিবারের সদস্যরা খবর দ্রুত আসেন। তারা পুকুরে এসে প্রায় ৩০ মিনিট তল্লাশি চালালে একপর্যায়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।