কসবায় ৩৮ কেজি গাঁজাসহ আটক এক

ব্রাহ্মণবাড়িয়া, 7 March 2022, 210 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন, উপজেলা সংবাদদাতা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া : কসবায় সাড়ে ৩৮ কেজি ভারতীয় গাঁজাসহ ফয়সাল রহমান (২৯) নামে এক পাাচারকারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে বড় বায়েক এলাকা থেকে তাকে আটক করেছে। গাজা বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ফয়সাল রহমান পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার পুমকারা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেছে । আটককৃত ফয়সালকে গতকাল জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া  বলেন, উপজেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। রোববার রাতে প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় হাতে-নাতে ফয়সালকে আটক করা হয়। মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।